দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকাপাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশ, সতর্ক ইসলামবাদকরিডোরের জন্য দু’দেশের সম্মতি লাগবে: জাতিসংঘ মহান মে দিবস আজআমরা এমন বাজেট দিবো যা হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য : ড. সালেহউদ্দিন আহমেদ
No icon

‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ ছবিতে শরীফুল রাজ ও ভাবনা

‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ ছবিতে ভারতের স্বস্তিকা মুখোপাধ্যায় ও বাংলাদেশের শরীফুল রাজ অভিনয় করছেন, এটি পুরোনো খবর। নতুন খবর হলো, এ ছবিতে রাজের সঙ্গে জুটি গড়ছেন আশনা হাবিব ভাবনা। বুধবার বিকেলে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন হিমু আকরাম।