বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত: মার্কিন রাষ্ট্রদূত২০ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮এবার ফেটেছে ভাল্ভ, রাজধানীতে গ্যাসের তীব্র স্বল্পচাপবিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমানইসিতে আপিল আবেদনের শুনানি চলছে
No icon

এবার ফেটেছে ভাল্ভ, রাজধানীতে গ্যাসের তীব্র স্বল্পচাপ

রাজধানী ঢাকায় একযোগে একাধিক কারিগরি সমস্যার কারণে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ তৈরি হয়েছে। এতে করে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলী ও আশপাশের এলাকায় গ্যাসের চাপ প্রায় নেই বললেই চলে।শনিবার (১০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মিরপুর রোডে গণভবনের সামনে বিতরণ লাইনের একটি গুরুত্বপূর্ণ ভাল্ভ ফেটে যাওয়ার পাশাপাশি তুরাগ নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত পাইপলাইনে পানি ঢুকে পড়ায় এ সংকট আরও ঘনীভূত হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে চার ইঞ্চি ব্যাসের একটি ভাল্ভ হঠাৎ ফেটে গিয়ে বড় ধরনের লিকেজ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিতরণ নেটওয়ার্কের একাধিক ভাল্ভ সাময়িকভাবে বন্ধ করে গ্যাসের চাপ সীমিত করা হয়। এর ফলেই রাজধানীর বিস্তীর্ণ এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ দেখা দেয়।এর আগের দিন শুক্রবার (৯ জানুয়ারি) রাতে আরেক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে চলাচলরত একটি মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে নদীর তলদেশে স্থাপিত বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পরে পাইপলাইনটি মেরামত করা হলেও মেরামতকালীন পাইপের ভেতরে পানি প্রবেশ করে। একই সঙ্গে সার্বিকভাবে ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম থাকায় স্বল্পচাপের পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করে।

এদিকে গ্যাসের অভাবে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেক এলাকায় চুলা জ্বালানো যাচ্ছে না, কোথাও আবার গভীর রাতে অল্প চাপ পাওয়া যাচ্ছে। হোটেল রেস্তোরাঁ, বেকারি ও ক্ষুদ্র খাবার দোকানগুলোতে রান্না কার্যত ব্যাহত হচ্ছে। বাসাবাড়িতে রান্নার বিকল্প হিসেবে কেউ বৈদ্যুতিক চুলা, কেউ আবার বাইরে থেকে খাবার কিনে নিতে বাধ্য হচ্ছেন।তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মিরপুর রোডে ক্ষতিগ্রস্ত ভাল্ভটি দ্রুততম সময়ের মধ্যে পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি তুরাগ নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত পাইপলাইনে প্রবেশ করা পানি অপসারণ ও স্বাভাবিক গ্যাস প্রবাহ নিশ্চিত করতে কারিগরি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।তবে কখন পুরোপুরি স্বাভাবিক চাপ ফিরে আসবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, চলমান এই কারিগরি সমস্যার কারণে গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হচ্ছে, সেজন্য তারা দুঃখ প্রকাশ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।