এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের পথ খুঁজছেনজুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর আজকরাচি সমুদ্রবন্দর ব্যবহার করবে বাংলাদেশসাগরে ঘূর্ণিঝড় ‘ মোন্থা’, ৫ দিন বৃষ্টির আভাস
No icon

জ্যামাইকায় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সতর্কতা

ক্যারিবিয়ান দেশ জ্যামাইকায় স্মরণকালের সবচেয়ে শক্তিশালী হারিকেন ‘মেলিসা’র সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। বাসিন্দাদের তুলনামূলক উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়টি এরই মধ্যে শক্তি সঞ্চায়ের সর্বোচ্চ স্তরে (ক্যাটাগরি-৫) পৌঁছেছে। এর প্রভাবে এরই মধ্যে জ্যামাইকা ও হাইতিতে তিনজন করে এবং ডমিনিকান প্রজাতন্ত্রে একজন নিহতের খবর পাওয়া গেছে। জ্যামাইকার প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, এই ঝড় ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে।