গাজায় যুদ্ধবিরতি কার্যকরজুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে ১৫ অক্টোবরবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজঅনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?৪৯তম বিসিএস পরীক্ষা আজ
No icon

ফের সোনার দামে রেকর্ড বৃদ্ধি, আজ থেকে কার্যকর

দেশের বাজারে সোনার দাম বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার থেকে সোনার দাম আবারও ভরিতে প্রায় সাত হাজার টাকা বাড়ছে।ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।বুধবার (৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস যা আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট: ভরিপ্রতি ২,০৯,১০১ টাকা

২১ ক্যারেট: ভরিপ্রতি ১,৯৯,৫৯৪ টাকা

১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৭১,০৮৮ টাকা

সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৪২,৩০১ টাকা

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৯৫১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৪৭ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭১ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৬ টাকায়।